রিপোর্টিংয়ে নামার আগেই জানতে হবে, কোনটা খবর? তথ্য কোথায় পাব? যাচাই কীভাবে করব? খবরটা সহজ করে লিখব কীভাবে? এই অনলাইন কোর্সের পাঁচটি অধ্যায়ে ভিডিও এবং পাঠের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে রিপোর্টিংয়ের এসব ভিত্তি নিয়ম আর কৌশলগুলো শিখতে পারবেন। এগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোর্সটি শেষ করলে আপনি একটি সনদও পাবেন।