‘ফেক নিউজ’ বা ভুয়া খবর হলো সেই ধরনের খবর যা সাজানো, বানোয়াট যা কোনো যাচাইযোগ্য তথ্য, উৎস এবং উদ্ধৃতিহীন। মোবাইল ফোন এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ায় এই ভুয়া খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটস অ্যাপ ইত্যাদির মাধ্যমে। এই ভুয়া সংবাদ সাধারণত অল্প পরিচিত উত্স থেকে প্রকাশিত হয় যেমন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির অনলাইন সংবাদ-মাধ্যম। তবে আশ্চর্য্ হলেও সত্য যে এগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আকারের দর্শক এবং পাঠক অর্জন করে। যদিও ইদানীং প্রথম সারির সংবাদ সংস্থাকেও ভুয়া খবর প্রচারে দেখা গিয়েছে। ভুয়া খবর শনাক্তেরও রয়েছে বেশ কিছু পদ্ধতি। এই কোর্সের মাধ্যমে জানবো কীভাবে আমরা ভুয়া খবর শনাক্ত করতে পারবো।