Reach new heights
Start your online course today!
Skill up and have an impact! Your business career starts here.
Time to start a course.
Leaderboard
No leaderboard currently :(
রিপোর্টিংয়ে নামার আগেই জানতে হবে, কোনটা খবর? তথ্য কোথায় পাব? যাচাই কীভাবে করব? খবরটা সহজ করে লিখব কীভাবে? এই অনলাইন কোর্সের পাঁচটি অধ্যায়ে ভিডিও এবং পাঠের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে রিপোর্টিংয়ের এসব ভিত্তি নিয়ম আর কৌশলগুলো শিখতে পারবেন। এগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোর্সটি শেষ করলে আপনি একটি সনদও পাবেন।
অনুসন্ধানী সাংবাদিকতা - অনলাইন কোর্সে আপনাকে স্বাগত। কোর্সটি করে আপনি অনুসন্ধানী সাংবাদিক হয়ে যাবেন, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে কীভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হয়, তা জানতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কীভাবে ধাপে ধাপে অনুসন্ধান করতে হয়, প্রেক্ষাপটসহ উদাহরণের মধ্য দিয়ে কোর্সটিতে সেগুলো তুলে ধরা হয়েছে। ছয়টি অধ্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা পাবেন।
প্রতিটি অধ্যায়ে কিছু পাঠ ও কিছু ভিডিও লেকচার রয়েছে। বিষয়গুলো কতটুকু জানতে পারলেন, কুইজে অংশ নিয়ে তা বুঝতে পারবেন। তবে সনদ পেতে হলে আপনাকে প্রতিটি অধ্যায়ের শেষে থাকা মূল্যায়ন কুইজে অংশ নিয়ে সেখানে ৭০ শতাংশ নম্বর নিশ্চিত করতে হবে। মোট ছয়টি মূল্যায়ন কুইজের নম্বর যোগ করে নির্ধারিত হবে আপনার চূড়ান্ত ফল।
টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ করে রিপোর্টিংয়ে নিজেকে এগিয়ে রাখতে চাইলে আপনার জন্য এই কোর্সটি । ফুটেজ ধরে গল্প বলা থেকে শুরু করে অন-ক্যামেরায় উপস্থাপনার কৌশলগুলো জানতে পারবেন আপনি। সাতটি অধ্যায়ে কিছু পাঠ ও কিছু ভিডিও লেকচারের মাধ্যমে খুব সহজে টেলিভিশন রিপোর্টিংয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে। আমাদের সাথে টেলিভিশন রিপোর্টিং শিখুন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। চলুন শুরু করা যাক কোর্সটি।
রিপোর্টিংয়ে নামার আগেই জানতে হবে, কোনটা খবর? তথ্য কোথায় পাব? যাচাই কীভাবে করব? খবরটা সহজ করে লিখব কীভাবে? এই অনলাইন কোর্সের পাঁচটি অধ্যায়ে ভিডিও এবং পাঠের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে রিপোর্টিংয়ের এসব ভিত্তি নিয়ম আর কৌশলগুলো শিখতে পারবেন। এগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কোর্সটি শেষ করলে আপনি একটি সনদও পাবেন।
‘ফেক নিউজ’ বা ভুয়া খবর হলো সেই ধরনের খবর যা সাজানো, বানোয়াট যা কোনো যাচাইযোগ্য তথ্য, উৎস এবং উদ্ধৃতিহীন। মোবাইল ফোন এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ায় এই ভুয়া খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটস অ্যাপ ইত্যাদির মাধ্যমে। এই ভুয়া সংবাদ সাধারণত অল্প পরিচিত উত্স থেকে প্রকাশিত হয় যেমন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির অনলাইন সংবাদ-মাধ্যম। তবে আশ্চর্য্ হলেও সত্য যে এগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আকারের দর্শক এবং পাঠক অর্জন করে। যদিও ইদানীং প্রথম সারির সংবাদ সংস্থাকেও ভুয়া খবর প্রচারে দেখা গিয়েছে। ভুয়া খবর শনাক্তেরও রয়েছে বেশ কিছু পদ্ধতি। এই কোর্সের মাধ্যমে জানবো কীভাবে আমরা ভুয়া খবর শনাক্ত করতে পারবো।