শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইন

শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইন

তথ্য অধিকার আইন সকল নাগরিককে তথ্যে প্রবেশের অধিকার দিয়েছে। যেহেতু জনগণ দেশের মালিক সেহেতু জনগণ দেশের সব সম্পদের মালিক, দেশের প্রতিটি টাকা ‘জনগণের টাকা’। দেশ চলে জনগণের টাকায়, তাই দেশের সকল তথ্য জনগণের তথ্য। এই তথ্য জানার বা পাবার অধিকার দেশের মালিক হিসেবে জনগণের ক্ষমতার অংশ। তাই সরকারি, স্বায়ত্ব-শাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এর প্রায় সকল তথ্যে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পাস হয়েছে। এই আইন এসব সংস্থা/প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চত করবে, দুর্নিতি হ্রাস করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে। তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের একটি মোক্ষম অস্ত্র।

এই আইনের স্বার্থকতা নির্ভর করছে এর বেশি বেশি ব্যবহারের ওপর। জনগণ আইন টিকে যত বেশি ব্যবহার করবে এটি জনগণের জন্য তত বেশি মঙ্গল বয়ে আনবে। এই কোর্সের মাধ্যমে তথ্য অধিকার আইনে কী আছে এবং কীভাবে এটি ব্যবহার করা যায় সে বিষয়ে জানতে পারবেন। তথ্য অধিকার আইন সম্পর্কে আপনাকে জানানো এবং নিজের ও সমাজের পবরবর্তনে আইনটি ব্যবহারে আপনাকে  উৎসাহি করা এই কোর্সের উদ্দেশ্য।

শিক্ষার্থীদের জন্য ”তথ্য অধিকার আইন" অনলাইন কোর্সে আপনাকে স্বাগত। পাঁচটি অধ্যায়ের মাধ্যমে তথ্য অধিকার আইন ও এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে ভিডিও এবং মূল্যায়ন কুইজ সংযুক্ত আছে। সফলভাবে কোর্স সম্পন্নকারীর জন্য রয়েছে সনদপত্র। 

0.00 ৳
0.0 BDT 0.00 ৳
0.00 ৳
Responsible Admin
Last Update 10/29/2025
Completion Time 16 minutes
Members 682
    • স্বাগত
  • প্রথম অধ্যায় :: তথ্য অধিকার আইনঃ জানার অধিকার সবার
    • তথ্য অধিকার আইনঃ জানার অধিকার সবার
      0 xp
    • মূল্যায়ন কুইজ এক
  • দ্বিতীয় অধ্যায় :: তথ্যের আবেদন, আপিল ও অভিযোগ
    • তথ্যের আবেদন, আপিল ও অভিযোগ
      0 xp
    • মূল্যায়ন কুইজ দুই
  • তৃতীয় অধ্যায় :: কোন ধরনের তথ্য প্রদান করা বাধ্যতামুলক নয়
    • কোন ধরনের তথ্য প্রদান করা বাধ্যতামুলক নয়
      0 xp
    • মূল্যায়ন কুইজ তিন
  • চতুর্থ অধ্যায় :: তথ্য প্রদান ইউনিট
    • তথ্য প্রদান ইউনিট
      0 xp
    • মূল্যায়ন কুইজ চার
  • পঞ্চম অধ্যায় :: তথ্যের শক্তিঃ দুটি বাস্তব উদাহরণ
    • তথ্যের শক্তিঃ দুটি বাস্তব উদাহরণ
      0 xp
    • মূল্যায়ন কুইজ পাঁচ
  • সার্টিফিকেট
    • সার্টিফিকেট - শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইন